The Wings That Fly Us Home জন ডেনভার আর একটা সাদা পাতার গল্প

কর্ণজয় এর ছবি
লিখেছেন কর্ণজয় (তারিখ: রবি, ০২/০৮/২০২০ - ২:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই জীবনে কতভাবেই না আমরা ‘আমি’ হয়ে উঠতে পারি
ভাবুক মানুষটা তার উত্তর খুঁজে বেড়ায়,
আর রাতভর মোমবাতিটা কেবল জ্বলে যায়।
হীরে তো আসলে একটুকরো পাথরই শুধু, তাই না
যে জেনে গিয়েছিল কীভাবে উজ্বল হয়ে উঠতে হয়?
শহীদের রক্ত কি ভবঘুরের মাতাল গ্লাসের
এক চুমুক মদিরার চেয়েও বেশি পবিত্র?
দূর পৃথিবীর পথে কোন এক অমল ভোরে
কখনও কি কথা হয়েছিল তোমার সাথে আমার?
তিরের আঘাত থেকে কি বাঁচিয়েছিলে আমায় কখনও
শুইয়ে দিয়েছিলে কবরে নিজ হাতে?
আমরা কি ভাই ছিলাম না, এই চলার পথে?
তুমি কি শেখাও নি পথ ধরে কীভাবে দৌড়ে যেতে হয় ?
আমরা কি জলস্রোতে ভেসে যাই নি
তোমাকে দেই নি শুইয়ে সূর্যের রোদে?
আমি স্বপ্নে দেখেছিলাম তোমাকে;
এই ভবিষ্যতদ্রষ্টা নবীর মতোন,
হেঁটে চলেছো জীবনের প্রান্তর ধরে
আমি স্বপ্নে দেখেছি আমাকে;
পাহাড় হয়ে দাঁড়িয়ে আছি প্রবল বাতাসে
আর তুমি হাঁটু গেড়ে বসে আছো ফুলের গুচ্ছ হাতে;
এগিয়ে দিচ্ছো তোমার স্পর্শ
জেগে উঠে দেখেছি; সেই ফুল আমার কাছে।
আমি জানি; ভালবাসা
অনন্ত অসীমকে মেলায় একের মধ্যে
সৃষ্টির সকলকিছু যেন জড়ানো ভার্তৃত্বের বন্ধনে,
এইতো পিতা, এইতো সন্তান
তোমার মঙ্গলবোধ এই প্রচন্ড শীতেও
আমাকে বাঁচিয়ে রাখে।
হাতটা ধরো; ভাবো সেই সময়ের কথা
যখন তুমি নিজেকে দেখেছিলে একলা একা
তুমি তখন অনুভব করতে পারবে
হৃদয় কীভাবে পরিপূর্ণ হয়ে ওঠে।
এ যেন স্বপ্নের চেয়েও দূর কোন নক্ষত্রের মধ্যে বেঁচে থাকা
এ যেন পুরোটা জগত আর তার প্রতিটা কণার মধ্যে
অনির্বাণ জেগে থাকা
এই সে আগুন আর প্রখর ডানা
উড়িয়ে নিয়ে যায় বাড়ির পথে
ফিরিয়ে নিয়ে আসে আপন ঘরে।
FLY US HOME

ডেনভারের গানটা শুনছিলাম। এই একটা বাজে অভ্যাস। কোন গান মাথায় ঢুকে গেলে বাজতেই থাকে। বারবার। বারবার।
গানটা অনন্তবার বাজবে এমন মুডে বেজেই চলেছে। আমিও শুনছি। চোখ বন্ধ। চোখ খোলা। তাতে কি এসে যায়।
আমি দেখছিলাম এমন কিছু যা আমার চোখের সামনে ছিল না।
হয়তো ওরা ছিল মনের মধ্যে। হয়তো ওরা ছিল স্মৃতির মধ্যে। হয়তো ওরা কোথাও ছিলই না। ওরা ছিল হয়তো শ্রেফ কল্পনার মধ্যে।
আমার চোখের সামনে যা ছিল তা হলো একটা সাদা পাতা।
সারাজীবন, সেই ছোটবেলা থেকেই খাতার শূন্য পাতার দিকে তাকিয়ে মনে হতো
একটা সাদা পাতার কতকিছু হওয়ার থাকে।
মনে পড়ে গেল। সেই কথা, সাদা পাতা কতভাবেই না পূর্ণ হতে পারে
তার জীবনে।
কলমটা শুয়ে ছিল। টেনে নিলাম।
মনে হলো, এই সাদা পাতাটা গানটা শুনুক। গানটার মানেগুলো গায়ে জড়াক। সাদা আকাশে কালো তারার মতো।
সাদা পাতাটারও একটা লক্ষ্য ছিল। সে কিছু একটা হয়ে উঠবে। গানটার কথাগুলো লিখতে লিখতে একবার মনে হলো।
গানটার কথাগুলো গানটার মতো হয়ে উঠলো না। সাদা পাতাটার জন্য কষ্ট হলো। কিন্তু কষ্ট নিয়ে বেশিক্ষণ থাকা যায় না।
ওকে বললাম, কষ্ট পেও না।
একেবারে কিছু না হওয়ার চাইতে কিছু হয়ে ওঠার চেষ্টা করা ভাল।

[মূল গানটার কথামালাটা এরকম।
গানটা লিখেছিলেন জন ডেনভারের বন্ধু জো হেনরি। জন ডেনভারকে পাশে নিয়ে।]

The Wings That Fly Us Home
John Denver
--------------------------
There are many ways of being in this circle we call life
A wise man seeks an answer, burns his candle through the night
Is a jewel just a pebble that found a way to shine
Is a hero's blood more righteous than a hobo's sip of wine
Did I speak to you one morning on some distant world away
Did you save me from an arrow, did you lay me in a grave
Were we brothers on a journey, did you teach me how to run
Were we broken by the waters, did I lie you in the sun
I dreamed you were a prophet in a meadow
I dreamed I was a mountain in the wind
I dreamed you knelt and touched me with a flower
I awoke with this: a flower in my hand
I know that love is seeing all the infinite in one
In the brotherhood of creatures; who the father, who the son
The vision of your goodness will sustain me through the cold
Take my hand now to remember when you find yourself alone
And the spirit fills the darkness of the heavens
It fills the endless yearning of the soul
It lives within a star too far to dream of
It lives within each part and is the whole
It's the fire and the wings that fly us home
Fly us home, fly us home


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ভাল লাগল। গানটার সুরও মাদকতায় ভরা।

উদ্ধৃতি মৈনাক তান

এক লহমা এর ছবি

অনুবাদ কবিতা হয়েছে। কঠিন কাজ। ভালো লেগেছে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।