মরিলে কান্দিসনা আমার দায় রে যাদুধন

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: সোম, ২৯/০৯/২০০৮ - ১১:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মরিলে কান্দিসনা আমার দায় রে যাদুধন,
মরিলে কান্দিসনা আমার দায়।।
সুরে ইয়াসিন পাঠ করিও, বসিয়া কাছায়
আমার প্রাণ যাওয়ার বেলায়,
বিদায়কালে পড়িনা যেন, শয়তানের ধোকায় ।।
বুক বান্ধিয়া কাছে রইয়া, গোসল দেওয়াইবায়
আমার কথা রাখিবায়,
কান্দনের বদলে মুখে, কলমা পড়িবায়।।
কাফন পিন্দাইয়া আতর, গোলাপ দিয়া গায়
যখন বিদায় করিবায়
তেলাওতের ধ্বনি যেন, ঘরে শোনা যায়।।
দাফন করিয়া যদি, কান্দ আমার দায়
বুক বান্ধা নাহি যায়,
মসজিদে বসিয়া কাইন্দ, আল্লারই দরগায়।।
কবর জিয়ারত করিয়া, দোয়া, করিবায়
আর দরবারে কইবায়
মাফ করিয়া দিও আল্লা, গিয়াস পাগেলায়।।

-----------------------------------------------------------------

গানটা অনেকভাবে শুনেছি আমি। সকালের ঠান্ডা সময়ে, দুপুরে কাজের ফাঁকে, বিকালের আড্ডায়, রাতের নির্জনে। সবসময়ই এই গান কোথায় যেন নিয়ে যায়। অপার্থিব সেই ভুবনকে আমি চিনি কিন্তু কোন বর্ণনা দিতে পারি না।

গীতিকার ছিলেন খুব কাছের মানুষ, যিনি সুর করেছেন তারও কাছে কাছে থাকা হয় এখনও। গানটা ৫ মিনিট ব্যাপ্তি নিয়ে শোনা হয়েছে আবার ৪০ মিনিট ধরে টানা গেয়েছেন এই গান হিমাংশু দা। হাজারখানেক মানুষ ঝিম ধরে শুনেছে। নড়েনি।

গিয়াস চাচা যেদিন মারা গেলেন, তার আগের দিন একটা অনুষ্ঠনে তিনি উপস্থিত ছিলেন। এই গানটা সেখানেও করা হয়। মাথা নিচু করে গান শুনে যাচ্ছিলেন ধ্যানি মানুষটি।

ক'দিন ধরে মনে বার বার উঁকি দিচ্ছে এই কথামালা। চোখের সামনে বাস্প জমছে। কম্পিউটার খুঁজে দেখি গিয়াস চাচার আরও অনেক স্মৃতির সাথে এই লিরিকসও আছে আমার কাছে।


মন্তব্য

ভূঁতের বাচ্চা এর ছবি

পড়লাম।
হৃদয় ছুঁয়ে যাওয়া একটা লেখা !

--------------------------------------------------------

আকতার আহমেদ এর ছবি

মরিলে কান্দিসনা আমার দায় রে যাদুধন,
মরিলে কান্দিসনা আমার দায়..

আবু রেজা এর ছবি

মরিলে কান্দিসনা আমার দায় রে যাদুধন,
মরিলে কান্দিসনা আমার দায়।।

গানটি কীভাবে পেতে পারি?

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

মাহবুব লীলেন এর ছবি

গীতিকবি গিয়াস উদ্দিন আহমদগীতিকবি গিয়াস উদ্দিন আহমদ

নজমুল আলবাব এর ছবি

ছবির জন্য ধন্যবাদ লীলেন ভাই। গানের রেকর্ডটা কি তোমার কাছে আছে?

অরূপ আকতার বাচ্চা ভুতকে ধন্যবাদ।

ভুল সময়ের মর্মাহত বাউল

মাহবুব লীলেন এর ছবি

গানটা সম্ভবত আমার কাছে সম্ভবত আছে অথবা সম্ভবত নাই

একটু খুঁজে দেখি রাতে

তীরন্দাজ এর ছবি

গানটি শুনেছি। অদ্ভুত হৃদয়ছোঁয়া...!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

লুৎফর রহমান রিটন এর ছবি

নজমুল আলবাব, সুরা ইয়াসিন।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

আবু রেজা এর ছবি

আমার মনে হয় সুরে ইয়াসিন-ই সঠিক। মানে সুর করে ইয়াসিন পাঠ করিও। আমার ধারণা ভুলও হতে পারে।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

নজমুল আলবাব এর ছবি

সুরে ইয়াসিন মানে সুর করে পড়া নয়। সুরে এখানে সুরা অর্থে দেয়া হয়েছে।

নজমুল আলবাব এর ছবি

সুরে ইয়াসিন হবে রিটন ভাই। আমরাতো শহুরে ভার্শন শুনি তাই সুরা শুনি। আমি যেটা দিলাম এটা কবি'র পাণ্ডুলিপি থেকে কপি করে পেস্ট করেছি।

ভুল সময়ের মর্মাহত বাউল

সবজান্তা এর ছবি

ঘটনা সত্য। আমাদের অনেকেই এইগানগুলি শুনেছি আনুশাহ'র আধুনিক সংস্করণ। এতে মূল গানের বেশ কিছু শব্দে প্রকট গড়মিল আছে, এবং এতে গানের অর্থেরও বারোটা বেজে যায়।


অলমিতি বিস্তারেণ

লুৎফর রহমান রিটন এর ছবি

ঠিক আছে।মেনে নিলাম।
আমি সেলিম চৌধুরীর কন্ঠে শুনেছিলাম।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

আবু রেজা এর ছবি

গানটি কীভাবে পেতে পারি?

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

রণদীপম বসু এর ছবি

হিমাংশু দা মানে হিমাংশু গোস্বামী, না হিমাংশু বিশ্বাস ? না কি অন্য কেউ ?

প্রয়াত গীতিকবি গিয়াস উদ্দিন আহমদ সম্পর্কে আরেকটু বিস্তারিত পরিচিতি তুলে ধরলে ভালো হতো না ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুব লীলেন এর ছবি

আজকের পোলাপানের মুখে হিমাংশু দা মানে হিমাংশু বিশ্বাস

০২

গিয়াস উদ্দিনকে নিয়ে এখানে সামান্য একটা লেখা আছে

যদিও তার পরিচয়ের চেয়ে ওখানে আমার বকবকানির পরিমাণ বেশি

অনিন্দিতা এর ছবি

গানটা খুব সুন্দর। সুবীর নন্দীর গলায় শুনেছিলাম।
অপূর্ব সুর!
ধন্যবাদ লেখার জন্য।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কাফন পিন্দাইয়া আতর, গোলাপ দিয়া গায়
যখন বিদায় করিবায়
তেলাওতের ধ্বনি যেন, ঘরে শোনা যায়।।

...

হাসান মোরশেদ এর ছবি

আমার বাউল নানাদের কয়েকজনের একজন ।
আমার শৈশবের স্মৃতিতে ভাসে- গোবিন্দগঞ্জ বাজার থেকে নেমে রেলের সেতু পেরিয়ে যাচ্ছেন দীর্ঘ দেহের ঝাঁকড়া চুলের 'কবিসাব' গিয়াসুদ্দিন ।
তার বাড়ীতে একবার আসর হলো । শফিকুন্নুর, আব্দুল করিম গান গাইলেন । আমরা নৌকা করে জগন্নাথপুর থেকে তার বাড়ি শিবনগর গিয়েছিলাম ।

সবকিছু কেমন বদলে গেলো ।
-------------------------------------
সমুহ শোকেরা এলো ঝাঁক বেঁধে;
বিদায় জুবায়ের ভাই...

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নজমুল আলবাব এর ছবি

সেইসব দিন আর ফিরে আসেনারে বেটা।

জগদলের হাওরে কি এখনও ঢেউ হয় মামু? উথাল পাতাল ঢেউ?

ভুল সময়ের মর্মাহত বাউল

অতন্দ্র প্রহরী এর ছবি

আমিও আনুশেহ'র গাওয়া, গানটার আধুনিক ভার্সনই শুনেছিলাম। তারপরও এটা আমার খুবই প্রিয় একটা গান।

সবসময়ই এই গান কোথায় যেন নিয়ে যায়।

একমত, আলবাব ভাই।
__________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

১ম ৪ লাইনের বেশি পড়ি নাই।

কারুবাসনা এর ছবি

আপাতত তার দ্বিতীয় গানের বইটি পড়ছি। পড়ছি। কোন গানই শুনিনি বলে মনে হয়।
বইটি পেয়েছি এক সচল বন্ধু আমেদুর রশিদের সৌজন্যে।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

দ্রোহী এর ছবি
মাহাবুবুর রাহমান [অতিথি] এর ছবি

কৃষ্ণকান্তের উইল সিনেমায় আরেকটি অসাধারণ গান শুনেছিলাম।
মরিলে পোড়াইস না আমারে/আমায়

গানটা কথা মোটামুটি এ রকম - বন্ধুর প্রেমে তো আমি সারাজীবন পুইরা গেছি, মরলে আমারে আবার নতুন করে পোড়ানোর কী দরকার!

ইস্ গানটা যদি কারো কাছে পাইতাম!

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ ধুগো

...........................
Every Picture Tells a Story

জি.এম.তানিম এর ছবি

গানটি অনেকের কন্ঠে শুনেছি। গীতিকারের ব্যাপারে জানতাম না, এখন এই লেখা এবং মন্তব্যের সূত্র ধরে কিছু কিছু জানলাম। অনেক মোহিত করে দেয়, আচ্ছন্ন করে রাখে এই গানটি। কিছু সময়ের জন্য হলেও ভুলিয়ে দেয় আমাদের দৈনন্দিন দৌড়বহুল জীবনকে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

দুষ্ট বালিকা এর ছবি

অসাধারণ একটা গান! আসলেই কোথায় যেন নিয়ে যায়... ধন্যবাদ মনে করানোর জন্য!

-----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

অসাধারণ একটা গান! আসলেই কোথায় যেন নিয়ে যায়... ধন্যবাদ মনে করানোর জন্য!

-----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
 গৌড় রাজ এর ছবি

গানটি অন্তরের নিত্য সঙ্গী অজান্তেই এই গানের টংকার বেজে উঠে হৃদয় কোনে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।