বিবৃতি

নজমুল আলবাব এর ছবি
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: রবি, ০১/০৯/২০১৯ - ৭:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

বরং তুমি নিজেকে প্রত্যাহার করো।
এই সংঘ এই আনন্দ এবং মনভালো
পেছনে ফেলে মৌন হও, হও একা।

মানুষের মাঝে আলো থাকে, তুমি
তাই আঁধারে হও নির্জন, নির্জন হও।

অনেকের মাঝে থেকে একা হয়ে যাও।
আলো থাকুক, কোলাহল থাকুক উজ্জল
মানুষদের জন্য। তুমি ফিরে যাও প্রচ্ছায়ায়।

তুমি নিজেকে প্রত্যাহার করে নাও,
এই সংঘ এই আনন্দ এই মনভালো
থেকে নিজেকে সরিয়ে নাও আলবাব।


মন্তব্য

এক লহমা এর ছবি

কিন্ত, কেন? কেন এই সরে যেতে চাওয়া? মন খারাপ

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

করবী মালাকার এর ছবি

চলুক

কনফুসিয়াস এর ছবি

কবিতার সাথে একমত অপু ভাই। মাঝে মাঝে ঘুম ভেঙ্গে মনে হয় পুরা দুনিয়াটা একটা বাজার হয়ে গেছে, ঘর বাড়ি আর নাই।

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সোহেল ইমাম এর ছবি

সরিয়ে নেওয়া কেন?

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

guest_writer এর ছবি

কেন জানি আপনার লেখাটা পড়ে প্রিয় কবি আবুল হাসানের পংক্তিমালা মনে পড়ে গেলঃ
“ঝিনুক নীরবে সহো
ঝিনুক নীরবে সহো,
ঝিনুক নীরবে সহে যাও
ভিতরে বিষের বালি,মুখ বুঁজে মুক্তা ফলাও!”

স্বরূপ-সন্ধানী

অতিথি লেখক এর ছবি

ভালো লাগে নাই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।