কিছুমিছু - ৫ | অসরল

এক লহমা এর ছবি
লিখেছেন এক লহমা [অতিথি] (তারিখ: সোম, ১০/০৮/২০২০ - ৫:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সরল অঙ্কের বিশ্বাসঘাতকতার
কোন তুলনা নেই।

(সরল কর বলে যার শুরু
তার নাম সরল অঙ্ক হত কি করে!)

বন্ধনী মুক্ত কে জানে কার সরল প্রাণ
যোগ-বিয়োগ-গুণ-ভাগের কুচকাওয়াজে
দিশী জমিতে আশ্চর্য এক বিলাতি বদমাশ।
হামেশাই ঘাটতি বাজেটের প্রতিচ্ছবি।
ফের গোড়া থেকে শুরু – ফের গোলযোগ।

সহ্য হত তাও।
কিন্তু যখন
উত্তর দুলতে থাকত
শূণ্য অথবা এক-এর
ঠিক-ভুলের চির গোধূলিতে –
ভাবলে আজও দম আটকে আসে।

কত বার যে
পরম ব্রহ্মে পৌঁছে গিয়েও
শূণ্য হাতে ফিরে আসা –
শেষের পাতায় ছাপার ভুলের নষ্ট রঙ্গে!

সেই থেকে আমার সরলতায় এত আতঙ্ক
সেই শুরু সর্বনাশের।


মন্তব্য

Aaynamoti এর ছবি

সরল অংকের আরেক নাম ঘষেটি বেগম, রন্ধ্রে রন্ধ্রে গিট্ঠু। কবিতা ভালো পাইলাম দেঁতো হাসি

এক লহমা এর ছবি

ঘষেটি বেগম - হা হা হা।
অনেক ধন্যবাদ গো আয়নাদিদি। এমনিতেই আজকাল প্রায় কারো কোন পায়ের আওয়াজ পাওয়া যায় না। আর কবিতা হলে ত কথাই নেই। অনন্ত নৈঃশব্দ। আমি নিজেও অন্য যারা কবিতা লেখেন, তাদের সৃষ্টি নিয়ে একই কাজ করেছি। তাই তোমার মন্তব্যর দেখা পাওয়া খুব আনন্দ দিল।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

স্বরূপ-সন্ধানী এর ছবি

গুরু গুরু

এক লহমা এর ছবি

অনেক ধন্যবাদ।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সোহেল ইমাম এর ছবি

স্কুল জীবনে অঙ্কের বিভীষিকাটা যেন আবার স্মরণে জীবিত হয়ে উঠলো। কিন্তু অঙ্ক নিয়ে যে এতো দারুণ করে লেখা যায় এটাই বিস্ময়।

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

এক লহমা এর ছবি

ঐ বিভীষিকার কারণেই এই লেখাটা এই রকম হয়ে উঠল মনে হয়। দেঁতো হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নীড় সন্ধানী এর ছবি

সরল অঙ্ক ব্যাপারটাকে আমি বিশ্বসেরা প্রতারণা হিসেবে দেখি। সেই প্রতারণার ফাঁদকে এত চমৎকার করে আর কেউ তুলে ধরেনি আগে। হো হো হো

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

এক লহমা এর ছবি

হা-হা-হা। আমার সর্বকনিষ্ঠ ভ্রাতাটি আরেকটি প্রতারণার কথা বলে পিতৃদেবকে জ্বালাতে ভালবাসত। তার মতে পিতৃদেব তার সাথে ঐ প্রতারণাটি করেছিল। বাবাকে আমিও আমাদের ছোটবেলায় বলতে শুনেছি, জীবনের প্রথম কয়েকটা বছর (কত সেটা এখন ঠিক মনে পড়ছে না) মন দিয়ে লেখাপড়া করে নিতে, তা হলে বাবা আর কখনো আমাদের পড়তে বসতে বলবে না। ভাই বলে, ঐ করতে গিয়ে জীবনটা যে বরাবরের মত পড়াশোনার চক্করে ঢুকে যাবে, বাবা সেই সম্ভাবনটার কথা বেমালুম চেপে গিয়েছিল। ভাই অধ্যাপক। দেঁতো হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নীড় সন্ধানী এর ছবি

আপনার পিতৃদেবের কৌশলটি তো দেখি সব যুগে নবায়নযোগ্য। তুলে রাখলাম আমার সন্তানদের জন্য। হো হো হো

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

এক লহমা এর ছবি

হা-হা! কিন্তু, যত দিন যাচ্ছে, এরা তত বড়দের কৌশলগুলো তাড়াতাড়ি ধরে ফেলছে। তবে, চেষ্টা দিতে দোষ নাই হো হো হো

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

যোগ-বিয়োগ-গুণ-ভাগের কুচকাওয়াজে
দিশী জমিতে আশ্চর্য এক বিলাতি বদমাশ।

হাততালি দারুণ!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

তোমার দেখা পাই রে, তোমার দেখা পাই। হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।