কিছুমিছু - ৬ । নিতান্ত প্রাকৃতিক

এক লহমা এর ছবি
লিখেছেন এক লহমা [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৯/০৬/২০২১ - ২:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আশ্চর্য নয় কিছু,
নিতান্ত প্রাকৃতিক।

দানবিক বাড়িঘর
তাহারাও গড়েছিল, আজও গড়ে, গড়ে চলে
যুথবদ্ধ শ্বেত, পীত, রক্তবর্ণ, কৃষ্ণকায়
যত বড় প্রাণী তার তত বড় ঘর নয়,
আরও বড়, বড়-তর।
যত বড় জনসংখ্যা তত বড়।
জনসংখ্যা
সংখ্যা
যত বড় সংখ্যা তার তত বড় ইমারত
ততবেশি সমারোহ
প্রাসাদের-মেশিনের-কৌশলের।
রাশি রাশি হাত অথবা নিছক-ই পা, প্রত্যঙ্গ কিছু
ছন্দোবদ্ধ ওঠে পড়ে
আগে পিছে ডানে বাঁয় যন্ত্রপ্রায়
অথবা যন্ত্র গড়ে
রাশি রাশি স্নায়ুগ্রন্থি, মস্তিষ্ক বলে বুঝি তারে
পিণ্ডবদ্ধ সমারোহে গড়ে তোলে
আরো কূট গাণিতিক দানবীয় মগজের সারি।
কেন গড়ে
কেন গড়ে ক্রমাগত?
যূথবদ্ধ প্রাণীকুল
তুলনায় শক্তিধর
শূঁড় অথবা পতাকার কি আরো কোন গূঢ় সংকেতের
অমোঘ আজ্ঞায়!
অগণিত সংখ্যারা
সংখ্যারা বাড়ে ক্রমাগত
বাড়ে তাই গড়ে
হাত-পা-মগজের
গড়াগড়ি সমারোহে
গড়ে চলে
সভ্যতা
মানুষের
অথবা পিঁপড়ার,
অন্ধ উইয়ের ...


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

আপনার লেখাটি আমার অনেক ভাল লেগেছে।।

আপনার কাছ থেকে আরও অনেক সুন্দর সুন্দর লেখা আশা করছি

সোহেল ইমাম এর ছবি

চিন্তিত

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

নীড় সন্ধানী এর ছবি

অগণিত সংখ্যারা
সংখ্যারা বাড়ে ক্রমাগত
বাড়ে তাই গড়ে
হাত-পা-মগজের
গড়াগড়ি সমারোহে
গড়ে চলে
সভ্যতা
মানুষের
অথবা পিঁপড়ার,
অন্ধ উইয়ের ...

বাহ!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।