খালাস

কনীনিকা এর ছবি
লিখেছেন কনীনিকা [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৩/০২/২০২১ - ৩:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গরল নামো কলম বেয়ে
এবার আমায় মুক্ত করো।

পিঠভাঙা এক বিষের পাথর
বইছি আমি বিষণ্ণতায়
আজ সিসিফাস।
আগের জন্মে হয়তো ছিলাম নোতরদামের কুঁজো।

দিন সাতেকের না আঁচড়ানো চুলের জটা
মেঘ ভেবে যেই ভুল করেছি
হাত পেতেছি মেঘের কাছে
বৃষ্টি নামুক
বৃষ্টি নামুক।
মেঘগলা জল গরল ধুয়ে
এবার আমায় মুক্ত করো।

চর্যাবিহীন শুষ্ক অধর
কাগজ ভেবে ভুল করেছি।
সব শুষে নাও
সব শুষে নাও।
কাগজ, তোমার দোহাই কাগজ
গরল শুষে মুক্ত করো।

কাজলগলা অশ্রুমালা
গরল ভেবে ভুল করিনি।
কলম তুমি গরল ধরে
এবার আমায় মুক্তি দেবে?


মন্তব্য

তাহসিন রেজা এর ছবি

কবিতাটি ভালো লেগেছে।

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

কনীনিকা এর ছবি

ধন্যবাদ। আমার নিজেরই কবিতাটা ভালো লাগেনি। কোন এক দূর্বল মুহূর্তে আবেগের আতিশয্যে পোস্ট করে ফেলেছি। আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

------------------------------------------------------------------
It is impossible to be a mathematician without being a poet in soul.

এক লহমা এর ছবি

হাততালি
উঁহু, মুক্তি ত মিলবে না! কিন্তু কলম জাদুকর বড়! নামতে নামতে গরল অমৃত হয়ে ওঠে। কলম চলুক।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।