বাংলা ইবুক ফরম্যাট করার সহজ টিউটোরিয়াল

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: বিষ্যুদ, ১৪/০১/২০২১ - ৯:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ওয়ার্ড ফাইলে কীভাবে বাংলা ইবুক ফরম্যাট করি সেটা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও বানাবো অনেকদিন ধরেই ভাবছিলাম, সময় করে উঠতে পারছিলাম না।
অবশেষে সেটা করা হলো। ইউটিউবে তুলে দিয়েছি টিউটোরিয়ালটি। আশা করি ইবুক প্রকাশে আগ্রহী লেখক ও প্রকাশকদের এটা কাজে আসবে।

এখানে মূলত দেখানো হয়েছেঃ
১/ ওয়ার্ড ডকে লেখা বাংলা পান্ডুলিপিকে কীভাবে ইবুকের জন্যে ফরম্যাট করতে হয়।
২/ ফরম্যাটিং শেষে সেটিকে কী করে ইবুকে (ইপাব, মোবি) ফাইলে কনভার্ট করা যায়।

ভিডিও-টির চ্যাপ্টার এর ভাগ এরকম।
ভিডিও চ্যাপ্টারঃ
0:00 শুরু
0:50 নির্দেশিকা ডাউনলোড
1:10 ফাইল গোছানো
2:15 পাণ্ডুলিপি এবং ফ্রন্ট ম্যাটার
3:15 প্রচ্ছদ ও লেখকের ছবি
6:55 ডকুমেন্টের সাইজ
9:01 ফন্ট
9:50 প্যারাগ্রাফ
11:50 ফ্রন্ট ও ব্যাক ম্যাটার যুক্ত করা
14:28 বইয়ের সজ্জা
15:55 লিঙ্ক
17:34 বইয়ের নামের পাতা
19:38 গল্পের শিরোনাম
21:48 পরের গল্পের শিরোনাম
24:15 লেখক পরিচিতি
25:07 লেখকের ছবি
27:20 Calibre ডাউনলোড
28:30 ইবইয়ে কনভার্টের শুরু
29:15 বইয়ের তথ্যাবলী যুক্ত করা
29:35 প্রচ্ছদ যুক্ত করা
30:26 ইপাবে কনভার্ট করা
31:35 ইপাব চেক করা
32:06 মোবি ও অন্যান্য ফরম্যাট


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

যাক, এতদিনে একটা ঠিকঠাক গাইডলাইন পাওয়া গেল!

নিজে নিজে চেষ্টা করতে গিয়ে অনেকবার ‘বাঁশবনে ডোমকানা’ অবস্থা হয়েছিল। এবার আর সেটা হবে না, আশা করি।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

গুরু গুরু

স্বরূপ-সন্ধানী
---------------------------------
অন্ধকারে সবচেয়ে সে শরণ ভালো,
যে-প্রেম জ্ঞানের থেকে পেয়েছে গভীরভাবে আলো।

কনফুসিয়াস এর ছবি

ধন্যবাদ, এটা কাজে লাগলেই আমি খুশি। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

লুৎফুল আরেফীন এর ছবি

যদিও আমার লেখা'তে আপনার মন্তব্য পড়েই আপনার লেখা পরে পড়তে আসা (!!), তথাপি পড়া শুরু করে আটকে রইলাম। পুরা ভিডিও'টা দেখলাম। ভালো এবং সহজবোধ্য ভিডিও বানিয়েছেন!
Calibre সম্বন্ধে জানতাম না। এমনিতে গবেষণার খাতিরে MS Word এর সাথে সখ্যতা অনেকদিনের। এই প্রোগ্রামটা ৮০ভাগ মানুষ ব্যবহার করে টাইপ রাইটার হিসেবে! অথচ করা যায় অগুণিত কাজ! ক্যানাডাতে প্রকৌশল বিষয় পড়ালেও MS Word এর ফরম্যাটিং আর সাইটেশন বিষয়ে আমাদের বয়োজেষ্ঠ শিক্ষক/শিক্ষার্থীদের জন্য কয়েকটা কর্মশালা পরিচালনা করি আমি। ঐখান থেকে বুঝতে পারি যে, MS Word এর অধিকাংশ ব্যবহারকারীই এর মাত্র ১০ ভাগ মতন ব্যবহার করে। বাকিটা থেকে যায় ট্রেড-মিলের মতন ধুলার নিচে!

অ.ট. আপনার বই দেখে আমারও বই প্রকাশ করার লোভ জাগছে। কিন্তু আমার বই কেউ ছাপবে বলে মনে হয় না।

কনফুসিয়াস এর ছবি

কী যে বলেন! আপনার বই বইদ্বীপ ছাপবে অবশ্যই। আমাকে ইমেইল করেন এখানে একটা tareqnh এট boidweep ডট কম।
এমএসওয়ার্ড আসলেই খুব পাওয়ারফুল একটা সফটওয়্যার। আমি সাধারণত পেজেস ব্যবহার করি, ম্যাকের যেটা। ওটা দিয়েই সব ইবুক বানাতাম। কিন্তু টিউটোরিয়াল বানাতে গিয়ে মনে হলো ওয়ার্ডের টিউট বানানোটাই ভালো হবে, কারণ এটাই বেশি মানুষ ব্যবহার করে।

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অতিথি লেখক এর ছবি

অতীব প্রয়োজনীয় একটি লেখা/টিউটোরিয়াল। হাততালি

নুশান

কনফুসিয়াস এর ছবি

অতীব ধন্যবাদ। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

শশাঙ্ক বরণ রায় এর ছবি

খুব ভাল কাজ হয়েছে। অনেক ধন্যবাদ।

কনফুসিয়াস এর ছবি

স্বাগতম। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অবনীল এর ছবি

উপকারী একটা পোস্ট। অনেক ধন্যবাদ।

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।