পাতাবাহারের দিন

উজানগাঁ এর ছবি
লিখেছেন উজানগাঁ (তারিখ: মঙ্গল, ২৬/০৯/২০১৭ - ৪:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঘুমিয়ে থেকে থেকে অনেক সময় গিয়েছে তোমার। ঘুমিয়ে থেকে আমারও সময় গিয়েছে অনেক। দেখছি, পাতাবাহারের দিনে শূন্যে কুণ্ডলি পাকাতে-পাকাতে একটি ঘাসফড়িং নেমে আসছে আমাদের দিকে। দেখছি, এক উদভ্রান্ত যুবক শূন্যে তর্জনী পাকিয়ে কথা বলছে সন্ধ্যার আকাশে। দেখছি, কয়েকটা পাখি ডানা ঝাপটিয়ে ছুটে গেল দ্বিকবিদিক।

কীভাবে মুদ্রণপ্রমাদের মতো উঠে এল সেইসব ধুলো-ওড়া দিন! একটা বিভ্রমের মধ্যে দাঁড়িয়ে তুমি-আমি দেখছি কোলাহল। দেখছি, একটি বালক কোলাহল থেকে আচমকা বের হয়ে এল কাঁদতে-কাঁদতে। কী গভীর অসুখ তাকে পেয়ে বসেছে!

নির্জনতার মধ্যে দিয়ে চিৎকার করতে-করতে আমাদের পলায়নপর সময় অনেক ঝড় আর বর্ষাকাল পেরিয়ে এসে শুয়ে আছে বৈঠকখানায়।

বাইরে বাতাস বইছে। খুব কাছেই কোথাও একটা মাকড়সা নিঃশব্দে জাল বুনে চলেছে...


মন্তব্য

রানা মেহের এর ছবি

এইসব বিষণ্ণতা ভালো লাগে!

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সোহেল ইমাম এর ছবি

সুন্দর চলুক

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

সবজান্তা এর ছবি

কীভাবে মুদ্রণপ্রমাদের মতো উঠে এল সেইসব ধুলো-ওড়া দিন! একটা বিভ্রমের মধ্যে দাঁড়িয়ে তুমি-আমি দেখছি কোলাহল। দেখছি, একটি বালক কোলাহল থেকে আচমকা বের হয়ে এল কাঁদতে-কাঁদতে।

অনেকদিন পর আপনার লেখা পড়লাম। ভালো লাগলো।

অতিথি লেখক এর ছবি

আপনার এই লেখাটাকে কবিতা বলবো না কি কবিতার জালে জড়িয়ে যাওয়া বিষন্ন স্বগতোক্তি বলবো সে নিয়ে দ্বিধায় আছি। তবে ভালো যে লেগেছে সে বিষয়ে কোন দ্বিধা নেই। শুভেচ্ছা নেবেন।

-ইকরাম ফরিদ চৌধুরী।

kofil এর ছবি

অনেক ভালো হইছে

অতিথি লেখক এর ছবি

শীতের দুপুরে এই কবিতার প্রয়োজন আছে অনেক। _rob_inn_

আকাশ এর ছবি

কবিতাটির ব্যাখ্যা দেবেন প্লিজ?

অতিথি লেখক এর ছবি

সুন্দর। কিন্তু অসমাপ্ত মনে হল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।